বর্তমানে সারা বিশ্বে সার্ভিসে থাকা সবচেয়ে শক্তিশালী ট্যাংকের মধ্যে একেবারে ব্যাটল প্রুভ মেইন ব্যাটল ট্যাংক হিসেবে আমেরিকার তৈরি আব্রামস এম১, যুক্তরাজ্যের চ্যালেঞ্জার এবং রাশিয়ার টি-৯০ ট্যাংকে বিশেষভাবে বিবেচনা করা হয়। তবে বাস্তব যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতার বিচারে আমেরিকার আব্রামস এম১ সিরিজের ট্যাংক কিন্তু সবার চেয়ে এগিয়ে রয়েছে।
সারা বিশ্বে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এম১ আব্রামস এর একাধিক সিরিজের ৮,৮৪৮টি মেইন ব্যাটল ট্যাংক অপারেট করে। তারপর দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহারকারী দেশ হিসেবে মিশরের সেনাবাহিনী ১,৩৬০টি এম১ আব্রামস সিরিজের মেইন ব্যাটল ট্যাংক অপারেট করে। এখনে প্রকাশ থাকে যে, মিশর কিন্তু আমেরিকা থেকে লাইসেন্স নিয়ে তার নিজ দেশেই এই ট্যাংক ম্যানুফ্যাকচারিং করে এবং তাদের সবগুলো আব্রামস ট্যাংক এখনো পর্যন্ত সার্ভিসে রয়েছে।
তাছাড়া সৌদি আরবের সেনাবাহিনী বর্তমানে মোট ৫৫৫টি এই জাতীয় ট্যাংকের একেবারে আপগ্রেড ভার্সন আব্রামস-এম১এ২এস সিরিজের মেইন ব্যাটল ট্যাংক অপারেট করছে। সৌদি আরব চলতি ২০২২ সালের শুরুর দিকে একেবারে ব্রান্ড নিউ ১৩৩টি আব্রামস-এম১এ২এস সিরিজের মেইন ব্যাটল ট্যাংক হাতে পেয়েছে এবং আগে থেকে সার্ভিসে থাকা ৪২২টি এম১এ১ আব্রামস মেইন ব্যাটল ট্যাংকগুলোকে বিলিয়ন ডলার ব্যয় করে নতুন মডেলের এম১এ২এস ক্যাটাগরিতে আপগ্রেড করে নিয়েছে। যদিও ২০১৫ সাল থেকে চলমান ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের ২০টি এই জাতীয় ট্যাংক ধ্বংস হয়ে যায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল ডায়নামিক্স ল্যাণ্ড সিস্টেমের ডিজাইনকৃত বিশ্বের সেরা এম১এ২এস আব্রামস মেইন ব্যাটল ট্যাংকটি লিমা আর্মি ট্যাংক প্লান্টে ম্যানুফ্যাকচারিং করা হয়। এর উৎপাদন শুরু হয় ১৯৭৯ সালে এবং ২০২১ সাল পর্যন্ত মোট ১০,৪০০টি বিভিন্ন সিরিজের এই জাতীয় ট্যাংক তৈরি করেছে আমেরিকা। ৪ জন ক্রু দ্বারা চালিত এই ট্যাংকের দৈর্ঘ্য ৩২.৪ ফুট, প্রস্থ ১২ ফুট এবং উচ্চতা ৮ফুট। ৬৩ টন ওজনের এম১এ২এস আব্রামস মেইন ব্যাটল ট্যাংকের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৬৮ কিলোমিটার এবং এর রেঞ্জ ৪২৫ কিলোমিটার।
শক্তি যোগানোর জন্য এটিতে একটি ১,৫০০ হর্স পাওয়ারের হানিওয়েল এটিজি-১৫০০ মাল্টি-ফুয়েল গ্যাস টারবাইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি একসাথে ১,৯০৯ লিটার জ্বালানী বহন করে এবং গযাস টার্বাইন ইঞ্জিন হওয়ায় এটি ডিজেল, পেট্রোল, গ্যাসোলিন, কেরোসিন, অকটেনসহ রাস্তার যে কোন ধরণের জ্বালানী ব্যবহার করে চলতে পারে।
আমেরিকার তৈরি অত্যন্ত শক্তিশালী এই ট্যাংকের প্রধান অস্ত্র হিসেবে ১২০ এমএম এম২৫৬এ১ স্মুথবোর মেইন গান ব্যবহার করা হয়েছে। যা কিনা অত্যন্ত কার্যকরভাবে ৪ কিলোমিটার দুরুত্ব পর্যন্ত গোলা ফায়ার করতে সক্ষম। তাছাড়া সেকেন্ডারি অস্ত্র হিসেবে একটি ০.৫০ ক্যালিবারের ১২.৭ এমএম এম২এইচবি হেভি মেশিনগান রয়েছে। তাছাড়া জেনারেল পারপজ বা প্রাথমিক অস্ত্র হিসেবে ১টি ৭.৬২ এমএম এম২৪০ কক্সিল লাইট মেশিনগান এবং ১টি মাউণ্টেড ৭.৬২ এমএম মেশিনগান (১০,৪০০ রাউণ্ড বুলেট) ইন্সটল করা হয়েছে।
এই মেইন ব্যাটল ট্যাংকের বডিতে শক্তিশালী কম্পোজিট আর্মোর থাকায় এটিকে সাধারণ মানের কোন আরপিজি-৭ রকেট লাঞ্চার বা এটিজিএম দিয়ে বড় ধরণের ক্ষতি করাটা এক কথায় অসম্ভব। তাছাড়া এটিতে উন্নত এ্যালিসন ডিডিএ এক্স-১১০০-৩বি সিরিজের টান্সমিশন ব্যবহার করা হয়েছে।
বর্তমানে সারা বিশ্বে সার্ভিসে থাকা ৩য় ও ৪র্থ প্রজন্মের মেইন ব্যাটল ট্যাংকের মধ্যে এম১ আব্রামস সিরিজের ট্যাংকের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের অভিজ্ঞতা এবং দক্ষতা সবচেয়ে বেশি বলেই মনে করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ১৯৮০ সালে এই ট্যাংক সার্ভিসে আনে। ১৯৯১ সালে ইরাকের কুয়েত আগ্রাসন (পার্সিয়ান গলফ ওয়ার), আফগানিস্থান ওয়ার, ইরাক ওয়ার, ইজিপ্টিয়ান সিভিল ওয়ার, ইয়েমেন সিভিল ওয়ারে ব্যবহার করা হয়েছে।
Sherazur Rahman