বর্তমানে বিশ্বের বুকে সার্ভিসে থাকা উচ্চ প্রযুক্তির এবং সর্বাধুনিক মিনি এয়ার ক্রাফট ক্যারিয়ার (এম্ফিবিয়াস এসাল্ট শীপ) হিসেবে মার্কিন নেভীর ইউএসএস আমেরিকা (এলএইচএ-৬) এর পাশাপাশি ফ্রান্সের তৈরি মিস্ত্রাল ক্লাস (এম্ফিবিয়াস এসাল্ট শীপ) কে বিশেষভাবে বিবেচনা করা হয়। ফ্রান্সের নৌবাহিনীতে বর্তমানে ৩টি অত্যাধুনিক মিস্ত্রাল ক্লাস (এম্ফিবিয়াস এসাল্ট শীপ) বা হেলিকপ্টার ক্যারিয়ার অপারেশনাল রয়েছে। তবে বর্তমানে ফ্রান্সের বাহিরে একেবারে ব্রাণ্ড নিউ ২টি এই জাতীয় মিনি ক্যারিয়ার ব্যবহার করে যাচ্ছে একমাত্র দেশ মিশর।
মুলত ২০১০ সালে ফ্রান্সের নিজস্ব প্রযুক্তির তৈরি ২১,৫০০ টন ওজনের অত্যাধুনিক মিস্ত্রাল ক্লাস (এম্ফিবিয়াস এসাল্ট শীপ) ২টি হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয়ের জন্য রাশিয়ার সাথে ফ্রান্সের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রাথমিকভাবে এই দুটি মিস্ত্রাল ক্লাস হেলিকপ্টার ক্যারিয়ারের মুল্য নির্ধারণ করা হয় ১.৩৭ বিলিয়ন ইউরো এবং এই হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয় বাবদ রাশিয়া আগেই ৮৪.০০ কোটি ইউরো ফ্রান্সকে অগ্রিম প্রদান করে দেয়।
আসলে ১০,৮০০ কিলোমিটার রেঞ্জের মিস্ত্রাল ক্লাস এম্ফিবিয়াস এস্যাল্ট শিপের ভিতর ৭০টি সামরিক যান ও হেভী ট্যাংকসহ এর ডেকের উপর ১৬টি হেভী হেলিকপ্টার বা ৩৫টি লাইট হেলিকপ্টার বহণ করার বিশেষ উপযোগী করে ডিজাইন করেছে ফ্রান্স। তার পাশাপাশি বিভিন্ন মেয়াদে এতে প্রায় ১,৫০০ জনের কাছাকাছি অফিসার, ক্রু এবং নাবিক অবস্থান করতে পারেন। এটি মুলত ম্যানুফ্যাকচারিং করে সাউথ কোরিয়ান শিপবিল্ডিং কোম্পানি এসটিএক্স ইউরোপ এবং ফ্রান্সের নেভাল গ্রুপ ডিসিএনএস Direction des Constructions Navales (DCNS)।
তবে ২০১৩-১৪ সালের দিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ২০১৪ সালের মার্চ মাসে রাশিয়ার উপর বেশকিছু অর্থনৈতিক ও বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করলে আটকে যায় এই চুক্তি। যার ফলস্রুতিতে ন্যাটোজোট ভুক্ত রাষ্ট্রের চাপে ফ্রান্স রাশিয়ার কাছে অত্যাধুনিক হেলিকপ্টারবাহী রণতরী সরবরাহ সাময়িকভাবে স্থগিত করে দেয় ফ্রান্সের সরকার। তবে পরবর্তীতে পূর্ব ইউক্রেনে বিদ্রোহীদের সাথে ইউক্রেনের সরকারি সামরিক বাহিনীর ভয়াবহ সংঘর্ষ শুরু হলে ফ্রান্স এক রকম বাধ্য হয়েই রাশিয়ার নিকট এই মিনি হেলিকপ্টার ক্যারিয়ার বিক্রির পরিকল্পনা সম্পূর্ণভাবে বাতিল করে দেয়। তার সাথে আগে থেকে মিস্ত্রাল ক্লাস ক্যারিয়ারের জন্য রাশিয়ার সরবরাহ করা বিশেষ প্রযুক্তি এবং ডিফেন্স সিস্টেম ফেরত পাঠিয়ে দেয় ফ্রান্স।
অন্যদিকে এই বিশেষ সুযোগকে কাজে লাগিয়ে রাশিয়ার জন্য তৈরিকৃত একেবারে নতুন দুটি মিস্ত্রাল ক্লাস এম্ফিবিয়াস এসাল্ট শিপ ২০১৫ সালে অনেকটাই কম মূল্যে ৯৬০ মিলিয়ন ইউরো বা ১.০৬২ বিলিয়ন ডলার মূল্যে এবং সহজ শর্তে কিনে নেয় মিশর। এতে আবার ব্যাবহার করার জন্য মিশর সেই রাশিয়া থেকেই ক্যারিয়ার বেসড এডভান্স কে-৫২ এ্যাটাক হেলিকপ্টার ক্রয় করে। তাছাড়া মিস্ত্রাল ক্লাস ক্যারিয়ার সরবরাহ নিয়ে রাশিয়ার সাথে বিবাদ এঁরাতে রাশিয়ার আগের অগ্রীম দেয়া ৮৪.০০ কোটি ইউরোসহ ক্ষতিপূরণবাবদ মোট ১.০০ বিলিয়ন ইউরো পরিশোধ করে ফ্রান্স।
এদিকে ২০১৫ সালের মিশরের আত ফাত্তা আল সিসি সরকার ফরাসী প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ২টি মিস্ত্রাল ক্লাস হেলকটার ক্যারিয়ার মাত্র ৯৬০ মিলিয়ন ইউরো বা ১.৩২ বিলিয়ন ডলার মূল্যে প্রশিক্ষণ ও লজিস্টিক সাপোর্টসহ নতুন করে ক্রয়ের চুড়ান্ত চুক্তি সম্পন্ন করে নেয়। আর পরিকল্পনা মাফিক গামেল আব্দেল নাসের নামে প্রথম হেলিকপ্টার ক্যারিয়ারটি ২রা জুন ২০১৬ সালে এবং আনোয়ার আল সাদাত নামে দ্বিতীয় ক্যারিয়ারটি ১৬ই সেপ্টেম্বর ২০১৬ সালে মিশরের নৌবাহিনীতে কমিশনিং লাভ করে।
তবে প্রকাশ থাকে যে, এই দুটি মিস্ত্রাল ক্লাস হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয়ের সম্পূর্ণ অর্থ কিংবা অংশিক বড় অংশ সৌদি আরবের প্রিন্স ক্রাউন মোহাম্মদ বিন সালমান গোপনে পরিশোধ করেছিলেন বলে খবর রটে যায়। যদিও এ সংক্রান্ত তথ্যের বাস্তব কোন ভিত্তি আছে বলে মনে হয় না।