Sorwar Aalm’s Telegram Channel: t.me/SorwarAlam
১০ বছরের বেশি সময় ধরে পেশাদার সাংবাদিক। তুরস্কের অনেকগুলো জাতীয় পত্রিকায় এবং টেলিভিশনে সাংবাদিকতা করার পর এখন আনাদোলু সংবাদ সংস্থায় চীফ রিপোর্টার হিসেবে দায়িত্বরত আছেন।
তুরস্কের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা এবং পর্যটন সহ বিভিন্ন বিষয়ে তার অসংখ্য সংবাদ, বিশ্লেষণধর্মী লেখা এবং সাক্ষাৎকার প্রচার হয়েছে।
তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তায়িপ এরদোয়ানের বিভিন্ন অনুষ্ঠান সরাসরি কভার করা, তুরস্কের বিভিন্ন মন্ত্রীর সংবাদ সম্মেলন কভার করা, অনেক মন্ত্রীর বিদেশ সফরে সঙ্গী হওয়া তাদের সফর কভার করা সহ অনেক সরকারী বেসরকারি সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি।
তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম, মালায়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ, ফিলিপিনের মোরো মুক্তি আন্দোলনের নেতা এবং বর্তমান মিন্দানাওয়ের চীফ মিনিস্টার আলহাজ্ব এব্রাহিম, সোমালিয়ার সাবেক উন্নয়নমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা, সামরিক উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ আরও অনেক দেশের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি।
সোমালির দুর্ভিক্ষ নিয়ে ফিচার, বাংলাদেশের মাদক সমস্যা নিয়ে ফিচার, তুরস্কের উচ্চ শিক্ষা নিয়ে ফিচার তার লেখনীতে বিশেষ স্থান করে নিয়েছে।
রোহিঙ্গা সমস্যা নিয়ে গত কয়েক বছর ধরে লেখালেখি করছেন তিনি। ২০১৭ সালে রোহিঙ্গা সমস্যার শুরু থেকেই সারা বিশ্বে এই সমস্যাকে তুলে ধরতে এবং রোহিঙ্গাদের তথা বাংলাদেশের পক্ষে জনমত গড়তে তার লেখনীর ভুমিকা অপরিসীম।
গত চার বছর ধরে আনাদলু সংবাদ সংস্থার এশিয়া এবং প্যসিফিক অঞ্চলের ম্যানেজিং এডিটরের দায়িত্ব পালনকালে, আফগানিস্তানের যুদ্ধ, তালেবানের ক্ষমতা দখল, কাশ্মীর সমস্যা, রোহিঙ্গা সমস্যা, মোরো সমস্যা, সহ আরও অনেক আঞ্চলিক সমস্যা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ এবং পরিবেশনে তার বলিষ্ঠ নেতৃত্ব ছিল।
বর্তমানে আনাদলু এজেন্সির সংবাদ প্রকাশকের দায়িত্ব পালনের পাশাপাশি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে তুরস্ক এবং ইউরেশিয়া অঞ্চলের ঘটনা প্রবাহ নিয়ে নিয়মিত বিশ্লেষণ করেন। youtube.com/SorwarAlam
তার ১৭ বছরের তুরস্কের অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন সরকারী বেসরকারি সংস্থা ও কোম্পানিকে তুরস্কের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন তিনি।
বৃত্তি নিয়ে তুরস্কে উচ্চ শিক্ষা করতে আসেন। ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর একই বিষয়ে পিএইচডি শুরু করেন কিন্তু চাকরির সুবাদে শহর ছাড়তে বাধ্য হলে পিএইচডি আর শেষ করার সুযোগ পাননি। পড়ালেখা করার সময়ই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পত্রিকায় সাংবাদিকতার হাতেখড়ি হয়। তার পর বিশ্ববিদ্যালয়ের সংবাদ সংস্থা, তুরস্কের সাংবাদিক সমিতির bizim gazete নামক সংবাদপত্রে কাজ করেন তিনি। তুরস্কের haberler, sabah, yeni safak পত্রিকায় সাংবাদিকতা করেন। রাষ্ট্রীয় টেলিভিশন TRT তেও কাজ করেন তিনি। তারপর আনাদলু সংবাদ সংস্থায় যোগ দেন।
বাংলাদেশের যুগান্তরে নিয়মিত কলাম লেখেন। বিবিসি বাংলায় বিভিন্ন খবরে তার মতামত প্রচার করা হয়। বাংলাদেশের RTV, সময়, news24 সহ অনেক টেলিভিশনে তার সাক্ষাৎকার প্রচার হয়।
সাংবাদিকতার পাশাপাশি তুরস্ক, ইউরেশিয়া এবং মধ্যপ্রাচ্য নিয়ে গবেষণা করছেন।
তার জন্ম পটুয়াখালীর কলাপাড়া থানায়।