তুরস্কের নিজস্ব প্রযুক্তির তৈরি জে-৬০০টি থান্ডারবোল্ট (Yıldırım IV) সিরিজের মিসাইল হচ্ছে একটি নতুন প্রজন্মের কনভেনশনাল ওভারহেড সমৃদ্ধ মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল। এটি মুলত ম্যানুফ্যাকচারিং করে তুর্কী ডিফেন্স সিস্টেম ম্যানুফ্যাকচারিং জায়ান্ট রকেট সান কোম্পানি। এটিকে মুলত শত্রু পক্ষের হাই-ভ্যালু টার্গেট যেমন সামরিক স্থাপনা, সি৩আই কমান্ড সেন্টার, লজিস্টিক এন্ড ইনফ্যারাস্টাকচার ফ্যাসালিটি ধ্বংস করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
জে-৬০০টি (Yıldırım IV) থান্ডারবোল্ট ব্যলেস্টিক মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ ২,৫০০ কিলোমিটার। এটি এখনো পর্যন্ত গবেষণা ও উন্নয়নের চূড়ান্ত স্তরে রয়েছে। আসলে ২.১ টন ওজনের এই ব্যালেস্টিক মিসাইলের দৈর্ঘ্য ৬.১ মিটার এবং ডায়ামিটার ৬০ সেন্টিমিটার। এর গতি সুপারসনিক এবং এটি একটি ৪৮০ কেজি ওজনের হাই এক্সপ্লুসিভ কনভেনশনাল ওয়ারহেড বহন করতে সক্ষম।
গাইডেন্স সিস্টেম হিসেবে এটিতে ইন্টারনাল এণ্ড অপ্টিক্যাল গাইডেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে। জে-৬০০টি থান্ডারবোল্ড ব্যালেস্টিক মিসাইলের মোট ৪টি সিরিজের ৩টি সর্ট রেঞ্জের (এসআরবিএম) এবং ১টি মিডিয়াম রেঞ্জের (এমআরবিএম) মিসাইল তৈরি করে তুরস্কের রকেটসান কোম্পানি।
তুরস্কের সামরিক বাহিনী ২০০১ সাল থেকে জে-৬০০টি সিরিজের শর্ট রেঞ্জের ব্যালেস্টিক মিসাইল অপারেট করলেও তাদের সর্বশেষ সিরিজের ২,৫০০ কিলোমিটার পাল্লার জে-৬০০টি (Yıldırım IV) থান্ডারবোল্ট ব্যলেস্টিক মিসাইল এখনো পর্যন্ত কিন্তু সার্ভিসে আসেনি।
প্রতিটি জে-৬০০টি সিরিজের ব্যালেস্টিক মিসাইলের ব্যাটারিতে থাকে ১টি কমান্ড এন্ড কন্ট্রোল যান, ২টি ফায়ারিং টিম কমান্ড এন্ড কন্ট্রোল যান, ৬টি এফ-৬০০টি লাউঞ্জার ভিকলস, ৭টি এফ-৬০০টি রিলোড এবং রিসাপ্লাই ভিকলস এবং ১টি মেইন্টেনেন্স ভিকল।
বর্তমানে সার্ভিসে থাকা শর্ট রেঞ্জের জে-৬০০টি এর (ইলড্রিম-১) সিরজের রেঞ্জ ১৫০ কিলোমিটার, (ইলড্রিম-২) সিরিজের রেঞ্জ ৩০০ কিলোমিটার এবং ইলড্রিম-৩ সিরজের রেঞ্জ ৯০০ কিলোমিটার। গ্রীসের সাথে চলমান সামরিক উত্তেজনা ও বিরোধের মুখে তুর্কী সামরিক বাহিনী খুব দ্রুতই তার মিডিয়াম রেঞ্জের জে-৬০০টি ইলড্রিম-৪ সিরিজের ২,৫০০ কিলোমিটার পাল্লার ট্যাকটিক্যাল ব্যালেস্টিক মিসাইল (এমআরবিএম) ২০২২ সালের শেষের দিকে সার্ভিসে আনতে কাজ করে যাচ্ছে।
Sherazur Rahman