সৌদি আরবের এক ছোট্ট মেয়ে রিতাজ হুসাইন আল-হাজমি (Ritaj Hussain Al-Hazmi) সিরিজ উপন্যাস লিখে গিনিজ ওয়াল্ড রেকর্ডে সবচেয়ে অল্প বয়স্ক উপন্যাসিক হিসেবে নিজের নাম লিখিয়েছেন। গিনিজ ওয়াল্ড রেকর্ডে নাম লেখার সময় তার বয়স ছিল মাত্র ১২ বছর ২৯৫ দিন। বর্তমানে তার বয়স ১৪ বছর। তার নিজের লেখা ইংরেজি উপন্যাসগুলো হচ্ছে, ‘ট্রেজার অব দ্যা লস্ট সী’, পোর্টাল অব দ্যা হাইডেন ওয়াল্ড’ এবং ‘বিয়োন্ড দ্যা ফিউচার ওয়াল্ড’। বর্তমানে ১৪ বছরের এই কিশোরী ৬ বছর বয়স থেকে শর্ট নোট, ডায়রী এবং ছোট গল্প লেখার মাধ্যমে লেখালিখির যাত্রা শুরু করেন। ১০ বছর বয়সে তার প্রথম ইংরেজি উপন্যাস ‘ট্রেজার অব দ্যা লস্ট সী’ প্রকাশিত হয় ২০১৯ সালে। তাছাড়া রিতাজের লেখা ‘পোর্টাল অব দ্যা হাইডেন ওয়াল্ড’ প্রকাশিত হয় ২০২০ সালে এবং ‘বিয়োন্ড দ্যা ফিউচার ওয়াল্ড’ প্রকাশিত হয় ২০২১ সালে। সাম্প্রতিক সময়ে সে তার চতুর্থ ইংরেজি উপন্যাস ‘দ্যা প্যাসেজ টু দ্যা আননোন’ লেখা সমাপ্ত করেছেন। বর্তমানে সে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন নিয়ে ‘দ্যা ডে বিফোর ২০৫০’ নামক নতুন উপন্যাস লেখা চালিয়ে যাচ্ছেন।
Sherazur Rahman