সাউথ চায়না মর্নিং পোস্ট নিউজের দেয়া তথ্যমতে, চীনের নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির গবেষক এবং শিক্ষার্থীরা যৌথভাবে একটি একেবারে নতুন প্রযুক্তির হাইপারসনিক রকেট মিসাইল ডিজাইন ও তৈরি করেছে। ফাইটান-১ নামক এই রকেট সিস্টেমটি গতি ম্যাক ৫.০ এর অধিক গতিতে তার প্রথম টেস্ট ফ্লাইট সফলভাবে সম্পন্ন করেছে। এটি আসলে রকেট এবং স্ক্যামজেট বা এয়ার ব্রিদিং ইঞ্জিন এর সমন্বয়ে ডিজাইন করা নতুন প্রযুক্তির এক হাইপারসনিক রকেট বা মিসাইল সিস্টেম। যাতে জ্বালানি হিসেবে কেরোসিন ব্যবহার করা হয়েছে। তবে সবচেয়ে মজার বিষয় হলো যে, এই রকেট পরীক্ষা করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন চীনের নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির উপর নিষেধাজ্ঞা বা অবরোধ আরোপ করে বসে আছে। হয়ত তারা এটা চীনের প্রযুক্তিগত সক্ষমতায় ভীত হয়ে কিংবা অনেকটা ঈষান্বিত হয়ে এহেন অপকর্ম করেছে।
Sherazur Rahman