২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক মহামন্দার উত্তাপের মধ্যেও মূল্যবান ধাতু হিসেবে সোনার মজুত সর্বোচ্চ ভাবে বৃদ্ধি করতে ব্যস্ত রয়েছে বিশ্বের অধিকাংশ প্রভাবশালী দেশ। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে চরম মাত্রায় ডলার সংকট মোকাবেলায় ও তার পাশাপাশি অদূর ভবিষ্যতে হয়ত যে কোন সময় ডলারের রাজত্ব ধসে পড়তে পারে এমন প্রবল আকাঙ্খায় দেশগুলো আন্তর্জাতিক লেনদেনের নিরাপদ মাধ্যম হিসেবে আগে থেকেই সোনার বিশাল মজুত গড়ে তুলছে। তার সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে সোনার চাহিদা ও বাজার মূল্য। চলতি ২০২৩ সালের ১৪ই এপ্রিল এর আন্তর্জাতিক বাজার মূল্য অনুযায়ী ১ টন সোনার মূল্য ৬৫.৪৫ মিলিয়ন ডলার।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের দেয়া তথ্যমতে, ২০২৩ সালের হিসেব অনুযায়ী বর্তমানে বিশ্বের একক কোন দেশ হিসেবে সবচেয়ে বেশি সোনার কৃত্রিম মজুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। তাদের দেয়া হিসেব অনুযায়ী চলতি ২০২৩ সালের জানুয়ারি মাস শেষে দেশটির ভান্ডারে ৮,১৩৩.৫ টন পরিশোধিত সোনার বিশাল মজুত রয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ সোনার রিজার্ভকারী দেশ হিসেবে জার্মানির কাছে ৩,৩৫৫.১ টন এবং তৃতীয় সর্বোচ্চ মজুতকারী দেশ হিসেবে ইতালির কাছে ২৪৫১.৪৮ টন পরিশোধিত সোনার মজুত রয়েছে।
তাছাড়া ফ্রান্সের কাছে ২,৪৩৬.৫ টন, রাশিয়ার কাছে ২২৯৮.৫৩ টন, চীনের কাছে ১,৯৪৮.৩১ টন সোনার মজুত রয়েছে। তবে চীনের সরকারের দেয়া হালনাগাদ তথ্যমতে, ২০২৩ সালের জানুয়ারি শেষে চীনের কাছে মোট সোনার মজুত ছিল ২,০৫০.৩৪ মেট্রিক টন।
তাছাড়া শীর্ষ ১০ থাকা দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস ৬১২.৪৫ টন, ভারত ৭৬৮.৮ টন, জাপান ৮৪৫.৯৭ টন, সুইজারল্যান্ডস ১০৪০ টন সোনার মজুত গড়ে তুলেছে। তুরস্কের কাছে সোনার মজুত রয়েছে ৪৫৭.৭ টন এবং সৌদি আরবের কাছে ৩২৩.০৭ টন সোনার মজুত রয়েছে।
এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সোনার মজুত রয়েছে ভারতের কাছে। ভারতের কাছে মজুত থাকা সোনার পরিমাণ হচ্ছে ৭৬৮.৮ টন। তালিকায় থাকা ১২৩টি দেশের মধ্যে ভারতের স্থান নবম এবং বাংলাদেশের স্থান ৬৩ তম। তাছাড়া অন্যান্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৪.০৩ টন, পাকিস্তান ৬৪.৬৫ টন, নেপাল ৭.৯৯ টন, শ্রীলংকা ৬.৭ টন সোনার মজুত রয়েছে। তবে সবচেয়ে বেশি হতাশার ব্যাপার হলো যে, আফ্রিকার যে দেশগুলোর খনি থেকে প্রতি বছর শত টনের অধিক সোনা উত্তলন করা হয় তারা কিন্তু আজ অব্ধি সেই হত দরিদ্র ও পীড়িত দেশ হিসেবে থেকে গেল।