বর্তমানে আমেরিকার বাহিরে একমাত্র দেশ হিসেবে ফ্রান্স একটি ‘চালর্স দ্যা গল’ নিউক্লিয়ার পাওয়ারড এয়ারক্রাফট ক্যারিয়ার অপারেট করে। তাছাড়া আমেরিকা ও ফ্রান্স ব্যাতিত বিশ্বের আর কোন দেশে নিউক্লিয়ার পাওয়ারড এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। মূলত গত ২০২২ সালের অক্টোবর মাসে ফ্রান্স তার নৌবাহিনীর জন্য একটি নতুন প্রজন্মের নিউক্লিয়ার পাওয়ারড এয়ারক্রাফট ক্যারিয়ারের (পিএ-এনজি) স্কেল মডেল উন্মোচন করে। যা আগামী ২০৩৮ সালে সার্ভিসে আ্নতে চায় ফ্রান্স এবং এটি ফ্রান্সের নৌবাহিনীতে বর্তমানে অপারেশনাল থাকা একমাত্র ‘চার্লস দি গল’ নিউক এয়ারক্রাফট ক্যারিয়ারের স্থলাভিষিক্ত হবে। এটি মুলত তৈরি করবে ‘ফ্রেঞ্চ নেভাল গ্রুপ’।

ফ্রান্সের নতুন (পিএ-এনজি) সুপার ক্যারিয়ারে ভবিষ্যতে যুদ্ধবিমান হিসেবে রাফাল-এম সিরিজের পরবর্তী এডভান্স ভেরিয়েন্টের যুদ্ধবিমান অপারেট করা হবে। এই নতুন প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তির এয়ারক্রাফট ক্যারিয়ারে আনুমানিক মোট ৩২টি যুদ্ধবিমান, অজানা সংখ্যক হেলিকপ্টার ও (ইউএভি) বহন করার উপযোগী করে তৈরি করতে যাচ্ছে ফ্রান্সের নেভাল শিপ বিল্ডিং কোম্পানি ‘ফ্রেঞ্চ নেভাল গ্রুপ’।

এ ক্যারিয়ার তৈরির কাজ শুরু হবে ২০২৫ সালে এবং প্রত্যাশা অনুযায়ী এটিকে ফ্রান্সের নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে ২০৩৬-৩৭ সালের দিকে এবং ২০৩৮ সালে নৌবাহিনীতে চূড়ান্তভাবে কমিশনিং করা হবে। আনুমানিক ৭৫ হাজারের আধিক টন ওজনের নতুন প্রজন্মের সুপার এয়ারক্রাফট ক্যারিয়ারের দৈর্ঘ্য ৩১০ মিটার, প্রস্থ হবে ৮৫ মিটার এবং বিম হবে ৪০ মিটার। তবে এর চূড়ান্ত ডিজাইন নির্ধারণ করা হবে আগামী ২০২৫ সালে। এর আনুমানিক ব্যয় নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ বিলিয়ন ডলার। এর ফ্লাইট ডেক সার্ফেস এরিয়া হবে ১৭ হাজার স্কোয়ার মিটারের অধিক।

ফ্রান্সের এই নেক্সট জেনারেশনের এয়ারক্রাফট ক্যারিয়ারে এরিয়াল সিস্টেম উড্ডয়ন ও অবতরণের জন্য একেবারে নতুন প্রযুক্তির ইলেক্ট্রোম্যাগনেটিভ এয়ারক্রাফট লঞ্চড সিস্টেম (ইএমএএলএস) এবং এডভান্স এরেস্টিং গিয়ার (এএজি) সিস্টেম ইনস্টল করবে ফ্রান্স। এজন্য গত ২০২২ সালের ১৯শে আগস্ট ফ্রান্স আমেরিকার জেনারেল এ্যাটোমিক কোম্পানির কাছে এই নতুন টেকনোলজি ডেভলপমেন্টের জন্য ৮.৮ মিলিয়ন ডলারের একটি কন্টাক্ট দিয়েছে।

সর্বোচ্চ ২৭-৩০ নটিক্যাল মাইল গতি সম্পন্ন এই ক্যারিয়ারের রেঞ্জ হবে আনলিমিটেড। তবে সার্ভিসে আসার পর এর প্রত্যাশিত আয়ুষ্কাল ধরা হয়েছে ২৫ বছর। শক্তি উৎপাদনের জন্য এটিতে ব্যবহৃত হবে ২টি ২২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কে-২২ পেসারাইজড ওয়াটার নিউক্লিয়ার রিএক্টর। যা কিনা ৩০ হাজার হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করবে। এটিতে একসাথে ২ হাজারের উপর নাবিক, ক্রু, ইঞ্জিনিয়ার এবং অফিসার অবস্থান করতে পারবেন।

বর্তমানে ফ্রান্সের নৌবাহিনীতে অপারেশনাল একমাত্র নিউক্লিয়ার পাওয়ারড এয়ারক্রাফট ক্যারিয়ার থাকা ‘চার্লস দি গল’ সার্ভিসে আসে ২০০১ সালের ১৮ই মে। বর্তমানে বিশ্বের বুকে প্রথম কোন দেশ হিসেবে আমেরিকার নৌবাহিনীতে ১০টি নিমিটজ ক্লাস সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার এবং সদ্য নির্মিত ১৩ বিলিয়ন ডলার মূল্যের ১টি জোরাল্ড আর ফোর্ড ক্লাস সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার অপারেশনাল রয়েছে। তাছাড়া আমেরিকার বাহিরে একমাত্র দেশ হিসেবে ফ্রান্স ১টি নিউক্লিয়ার পাওয়ারড এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যবহার করে।

Sherazur Rahman