মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স এভিয়েশন ম্যানুফ্যাকচারিং জায়ান্ট বোয়িং কর্পোরেশন গত ৭ই জুলাই তাদের তৈরি সর্বশেষ ১৫০ তম পি-৮ প্রসিডন মেরিটাইম এন্ড এন্টি সাবমেরিন ওয়ারফার বিমান তৈরি করে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং উন্নত প্রযুক্তির এন্টি সাবমেরিন ওয়ারফার বিমান হিসেবে আমেরিকার পি-৮ প্রসিডন বিমানের সুখ্যাতি রয়েছে অনেক আগে থেকেই। তবে বোয়িং কর্পোরেশন এই ১৫০ তম পি-৮ প্রসিডন বিমানের আরো বেশকিছু ফ্লাইট টেস্ট সম্পন্ন করে মার্কিন নৌবাহিনীর কাছে হস্তান্তর করবে।

বিশ্বের বুকে সার্ভিসে থাকা অত্যন্ত কার্যকর এবং লং রেঞ্জের এন্টি সাবমেরিন ওয়ারফার (এএসডাব্লু) এয়ারক্রাফট হিসেবে পি-৮ সিরিজের বিমানকে বিশেষভাবে বিবেচনা করা হয়। মুলত এন্টি সাবমেরিন ওয়ারফারের পাশাপাশি এটি অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার (এএসইউডাব্লু), ইন্টালিজেন্স, সার্ভেলাইন্স এণ্ড রিকোর্নিয়েন্স (আইএসআর) মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। বোয়িং কর্পোরেশন পি-৮ সিরিজের মোট ১৫০ টি বিমান তৈরি করেছে এবং সার্ভিসে আনার পূর্বে ৬টি প্রটোটাইপ কপি তৈরি করেছিল। যা কিনা মার্কিন নেভির একাধিক মিশনে পরীক্ষামূলক উড্ডয়ন করা হয়।

আমেরিকার নৌবাহিনী বর্তমানে ১১২টি পি-৮এ প্রসিডন সিরিজের বিমান অপারেট করে এবং ভারতের নৌবাহিনী ১২টি অত্যাধুনিক পি-৮আই নেপচুন সিরিজের এন্টি সাবমেরিন ওয়ারফার বিমান অপারেট করে। তাছাড়া যুক্তরাজ্য ৯টি, দক্ষিণ কোরিয়া ৬টি অস্ট্রেলিয়া ১২টি, নরওয়ে ৫টি, নিউজিল্যান্ড ৪টি এবং জার্মানী ৫টি পি-৮এ সিরিজের এই জাতীয় বিমান অপারেট করে। ২০০৯ সাল থেকে এর উৎপাদন শুরু হলেও এটি প্রথম সার্ভিসে আসে ২০১৩ সালে।

৩৯.৪৭ মিটার দৈর্ঘ্য, ৩৭.৬৪ মিটার ইউন্সপেন এবং ১২.৮৩ মিটার উচ্চতার পি-৮আই এন্টি সাবমেরিন ওয়ারফার বিমানটির সর্বোচ্চ সর্বোচ্চ গতি ৪৯০ নট বা, ৯০৭ কি.মি/ঘন্টা। তাছাড়া এর কমব্যাট রেডিয়াস ১,২০০ নটিক্যাল মাইল বা ২,২২২ কিলোমিটার এবং ফেরি রেঞ্জ ৪,৫০০ নটিক্যাল মাইল বা ৮,৩০০ কিলোমিটার।

এটি স্টেশন থেকে উড্ডয়ন করে একটানা ৮ ঘন্টা মেরিটাইম পেট্রোল বা এয়ার কমব্যাট মিশন পরিচালনা করতে সক্ষম। এটি দুটি অত্যন্ত শক্তিশালী সিএফএম৫৬-৭ ইঞ্জিন দ্বারা চালিত হয়। যা কিনা ২৭,৩০০ পাউণ্ড থার্স্ট উৎপন্ন করে। এর ম্যাক্সিমাম টেকঅফ গ্রস ওয়েট ৮৫,১৩৯ কেজি। ৯ জন ক্রু দ্বারা পরিচালিত পি-৮ বিমনটি সর্বোচ্চ ১২,৪৯৬ মিটার উচ্চতায় উড্ডয়ন করে সমুদ্রের গভীরে নজরদারী করার করার বিশেষ উপযোগী করে ডিজাইন করা হয়েছে। প্রতিটি পি-৮ এর আন্তর্জাতিক মূল্য আনুমানিক ২৬০ মিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে।

পি-৮ সিরিজের এন্টি সাবমেরিন ওয়ারফার বিমাটিতে ৫টি অভ্যন্তরীন ওয়েপন্স ‘বে’ এবং বাহিরের অংশে ৬টি হার্ড পয়েন্টে বিভিন্ন ধরণের প্রচলিত অস্ত্র বহন করতে সক্ষম। এজিএম-৮৪এইচ/কে এসএলএএম-ইআর (ল্যাণ্ড এট্যাক ক্রুজ মিসাইল), এজিএম-৮৪এল ব্লাক-২ হারপুন এন্টিশীপ মিসাইল, মার্ক-৫৪ টর্পেডো, মাইন্স, ডেপথ চার্জার এবং হাই আল্টিটিউট এন্টি সাবমেরিন ওয়ারফার ওয়েপন্স সিস্টেম বহন করে।

তাছাড়া এভিয়োনিক্স সিস্টেম হিসেবে রেইথন এপিওয়াই-১০ মাল্টি মিশন সারফেস সার্চিং রাডার, এএন/এএলকিউ-২৪০ এলেক্ট্রনিক্স সাপোর্ট মেজারস সুইট ইন্সটল করা হয়েছে।

এটি যে কেবল মেরিটাইম পেট্রোলের জন্য উপযোগী বিষয়টি কিন্তু আসলে তা নয়। এটিকে অনুসন্ধান ও উদ্ধার, জলদস্যুতা রোধ এবং সামরিক বাহিনীর অস্ত্র সরবরাহ বা সহায়তাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মিশনে কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।

Sherazur Rahman