Monthly Archive November 25, 2023

BySherazur Rahman

বাংলাদেশের আকাশে পরীক্ষামূলক সফল উড্ডয়ন সম্পন্ন করেছে তুর্কি টিবি-২ কমব্যাট (ইউসিএভি) ড্রোন :

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে সার্ভিসে এসেছে তুরস্কের তৈরি ডেডিকেটেড বায়রাখতার টিবি-২ কমব্যাট এন্ড সার্ভেল্যান্স (ইউসিএভি) ড্রোন। বাংলাদেশের আকাশে ইতোমধ্যেই এর পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হয়ে গেছে। ব্যাটল প্রুভেন টিবি-২ কমব্যাট ড্রোন ইউক্রেন রাশিয়া যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তার পাশাপাশি কিছুদিন আগেই নার্গানো কারাবাখে এই ড্রোন দিয়ে আর্মেনিয়ান সামরিক বাহিনীর উপর সফল এয়ার স্টাইক চালিয়েছে আজারবাইজান।

তাছাড়া চলতি ২০২৩ সালের জুন মাসের দিকে কুয়েত সরকার সাম্প্রতিক সময়ে তুরস্কের ড্রোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি ‘বায়কার’ এর সাথে মোট ৩৬৭ মিলিয়ন ডলারের চুক্তি সম্পন্ন করেছে। এই চুক্তিটি গত ১৩ই জুন কুয়েতের সেনাবাহিনীর টুইটার অ্যাকাউন্টে নিশ্চিত করা হয়। তার পাশাপাশি ২৮ তম দেশ হিসেবে তার্কিস বায়রাক্তার টিবি-২ কমব্যাট ড্রোন আত্মপ্রকাশ করে মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কুয়েত।

তুরস্কের বায়কার কোম্পানির তৈরি বায়রাখতার টিবি-২ কমব্যাট ড্রোন হচ্ছে একটি অ্যাডভান্স মিডিয়াম এল্টিটিউট লং এন্ডিউরেন্স (এমএএলই) কমব্যাট ড্রোন (ইউসিএভি)। যা কিনা একাধারে ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স, রিকর্নিসেন্স এবং তার পাশাপাশি শত্রু সীমানায় সরাসরি কমব্যাট বা অ্যাটাক মিশনে পরিচালনা করার বিশেষ উপযোগী করে ডিজাইন করা হয়েছে। এটি সর্বোচ্চ ১৮ হাজার ফিট উচ্চতায় একাধারে ২৭ ঘণ্টা পর্যন্ত কমব্যাট মিশন পরিচালনা করতে সক্ষম এবং এর গতি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২২০ কিলোমিটার।

টিবি-২ কমব্যাট ড্রোনের পে-লোড ক্ষমতা অনেকটা সীমিত হলেও এটি ১৫০ কেজি ওজন পর্যন্ত অস্ত্র ও ৪টি সিরিট মিসাইল বহন করতে পারে। এই ড্রোনের ৪টি হার্ড পয়েন্টে এন্টি-ট্যাংক এণ্ড এন্টি এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল, এল-ইউএমটিএএস, এমএএম-সি/এল প্রেসিসন গাইডেড মিউনিশন, রকেটসান সিরিট ৭০ এমএম মিসাইল সিস্টেমসহ গাইডেড এণ্ড আন-গাইডেড রকেট ও নিউনেশন ইনস্টল করা যায়।

তুরস্ক মূলত বিগত এক যুগ থেকেই তাদের উচ্চ প্রযুক্তির ড্রোন (ইউসিএভি) উন্নয়ন এবং ডিজাইনে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তুরস্কের ‘বায়কার’ ড্রোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি ২০১৪ সালের আগস্ট মাসে বায়রাক্তার টিবি-২ কমব্যাট ড্রোনের (ইউসিএভি) প্রথম সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করে। তাছাড়া দেশটির সামরিক বাহিনী ২০১৫ সাল থেকেই এই জাতীয় ড্রোন অত্যন্ত দক্ষতার সাথে এবং কার্যকরভাবে ব্যবহার করে আসছে।

২০১৪ সালে প্রথম ব্যাচে ৬টি এবং ২০১৫ সালে দ্বিতীয় ব্যাচে ৬টি এই জাতীয় কমব্যাট ড্রোন সেনাবাহিনীর কাছে হস্তান্তরের মধ্য দিয়ে বায়রাক্তার টিবি-২ কমব্যাট ড্রোনের যাত্রা শুরু করে তুরস্ক। বর্তমানে তুরস্কের সামরিক বাহিনীর হাতে প্রায় দুই শতাধিকের অধিক সংখ্যক এই জাতীয় অ্যাডভান্স কমব্যাট ড্রোন অপারেশনাল রয়েছে। এদিকে তুর্কি ড্রোন ম্যানুফ্যাকচারিং জায়ান্ট বায়কার কোম্পানি সাম্প্রতিক সময়ে ক্যারিয়ার বেসড নতুন প্রজন্মের টিবি-৩ (মেরিটাইম) কমব্যাট ড্রোনের বেশকিছু সফল পরীক্ষা চালিয়েছে।

চলতি ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত তুরস্ক মোট ৩১ দেশের কাছে বায়রাখতার টিবি-২ কমব্যাট ড্রোন রপ্তানি করেছে কিংবা রপ্তানির চুক্তি সম্পন্ন করেছে। তুরস্কের পাশাপাশি সবচেয়ে বেশি এই জাতীয় অ্যাডভান্স কমব্যাট ড্রোন সংগ্রহ করে ইউক্রেন। ইউক্রেন গত ২০২১ সাল থেকে পর্যায়ক্রমে প্রায় ৬০টির কাছাকাছি টিবি-২ কমব্যাট ড্রোন ক্রয় করে। যার একটি বড় অংশ ইতোমধ্যেই যুদ্ধক্ষেত্রে রাশিয়া ধ্বংস করেছে।

তাছাড়া এ মুহূর্তে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কসোভো, পোল্যান্ড, লিবিয়া, কুয়েত, বাংলাদেশ, মরক্কো, আজারবাইজানসহ আরো বেশকিছু দেশের সামরিক বাহিনী এটি অপারেট করে। তবে একক দেশ হিসেবে তুরস্কের বাহিরে আন্তর্জাতিক ক্রেতাদেশ হিসেবে মধ্যপ্রাচ্যের ধনী দেশে সংযুক্ত আরব আমিরাত ওয়েপন্স এন্ড ট্রেনিং প্যাকেজসহ ২ বিলিয়ন ডলার ব্যয়ে মোট ১২০টি হাইলি অ্যাডভান্স বায়রাখতার টিবি-২ কমব্যাট এন্ড সার্ভেল্যান্স ড্রোন (ইউসিএভি) ক্রয়ের চূড়ান্ত চুক্তি সম্পন্ন করেছে কিংবা করতে যাচ্ছে।

Sherazur Rahman

BySherazur Rahman

Turkish Airlines wants to buy 355 different series of aircraft from Airbus Corporation:

Turkish Airlines has shown interest in procuring 355 different series of civil aircraft made by the Airbus Company at the “Dubai Air Show 2023,” running from November 13 to 17 in the United Arab Emirates. Turkey’s Turkish Airlines has almost finalized a contract for the purchase of this large number of luxury and modern passenger aircraft on the sidelines with Europe’s aviation giant Airbus Corporation. Turkey wants to increase the number of aircraft in the fleet to 800 by 2033, with the aim of building the world’s first jetliner fleet, according to the plan.

The estimated contract price may be $100 billion for 250 Airbus A-321NEO, 75 A-350-900, 15 A-350-1000, and 5 A-350F series aircraft. If this agreement is completed, Airbus Corporation will supply this aircraft with advanced technology in phases between 2026 and 2036. Turkish Airlines is also continuing discussions with Boeing Corporation of America about the purchase of more than a hundred aircraft, with the aim of bringing a total of 800 modern and luxury aircraft into service in the aircraft fleet by 2033.

According to the report “Skytrax,” published around June 2023, even though Singapore Airlines has been listed as the best airline in the world, Turkey’s Turkish Airlines is in the top 6th place. And this position is not bad at all. Especially as the best airline in Europe, Turkey’s flag carrier ‘Turkey Airlines’ won the 2022 Europe’s Best Aviation Award. Turkish Airlines won Europe’s highly respected “Oscars of the Aviation Industry” for the eighth time.90 years ago, on May 20, 1933, Turkish Airlines was founded in modern-day Turkey. Although this flag carrier of Turkey started its journey with only five very ordinary aircraft, it currently has a total of about 400 different series of ordinary and luxury passenger transport aircraft in its air fleet. As of 2022, Turkish Airlines currently operates regular flights to a total of 340 destinations in 126 countries around the world, including Turkey. Moreover, the cargo division of their fleet consists of 24 state-of-the-art product transport or cargo aircraft. With which Turkish Airlines transports goods to a total of 82 destinations.

In 2020 and 2021, Turkish Airlines suffered huge losses due to the Corona epidemic, but they overcame all limitations and achieved a huge revenue of $18.426 billion in 2022. During the same period, the airline reported operating income of $3.193 billion and net income of $2.725 billion. The total number of employees working for these airlines can be estimated to be around 40 thousand. However, due to the Corona pandemic in 2020, the income of the airlines decreased at a large rate, and the net loss was $836 million.

Sherazur Rahman, Assistant Teacher and Writer, Singra, Natore, Bangladesh. sherazbd@gmail.com